IQNA

জান্নাতী সুর;

ভিডিও | "তারুতির" কণ্ঠে সূরা আল-শুআরা'র তিলাওয়াত 

ইকনা - মিশরীয় প্রসিদ্ধ কারি আবদুল ফাত্তাহ তারুতির সুললিত কণ্ঠে সূরা শুআরার ৭৮ থেকে ৮১ নম্বর আয়াতের তেলাওয়াত করেছেন। 

 মিশরীয় প্রসিদ্ধ কারি আবদুল ফাত্তাহ তারুতির সুললিত কণ্ঠে সূরা শুআরার ৭৮ থেকে ৮১ নম্বর আয়াতের তেলাওয়াত করেছেন। 
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথ প্রদর্শন করেন, তিনিই আমাকে আহার্য দান করেন এবং পানীয় পান করান, এবং আমি রোগগ্রস্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন, এবং তিনিই আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবিত করবেন। 

captcha